
ঠিকানা ডেস্ক : দুই সাবেক স্ত্রীকে নিপীড়নের অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম শীর্ষ সহযোগী রব পোর্টার। হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি পোর্টার অবশ্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, ‘এই ভয়ংকর অভিযোগগুলো পুরাপুরি মিথ্যা।’
পোর্টারের (৪০) বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রথম প্রতিবেদন ছাপে ডেইলি মেইল। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের কথা বলা হয়। তবে এ অভিযোগের বিষয়ে হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পোর্টারের সাবেক দুই স্ত্রীর নাম কলবি হোল্ডারনেস ও জেনিফার উইলোবি। দুজনই তাঁদের সাবেক স্বামীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। প্রথম স্ত্রী হোল্ডারনেস জানান, বিয়ের পর ক্যানারি দ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে পোর্টার তাঁকে লাথি মারেন। এর কয়েক বছর পর ইতালির ফ্লোরেন্সে ছুটি কাটাতে গিয়েও তাঁর মুখে ঘুষি মারেন পোর্টার। চোখে আঘাতের চিহ্নসহ একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন হোল্ডারনেস।
দ্বিতীয় স্ত্রী উইলোবি বলেন, তাঁর সঙ্গে পোর্টারের দাম্পত্য ছিল ২০০৯-১৩ সাল পর্যন্ত। একটি ব্লগে ওই সময়ের অভিজ্ঞতার কথা লেখেন তিনি ‘কেন আমি ছিলাম’ শিরোনামে। তাঁর অভিযোগগুলোও প্রথম স্ত্রীর মতোই।
দুই সাবেক স্ত্রীর আনা এসব অভিযোগের কারণে এফবিআইয়ের কাছ থেকে ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ পাননি পোর্টার। এফবিআই তাঁর অতীত ঘাটতে গিয়ে দুই স্ত্রীর সঙ্গেই কথা বলেছে।
প্রেসিডেন্টের ডেস্কে কাগজপত্র কোন ক্রম অনুসারে সাজানো থাকবে—তা দেখাশোনার দায়িত্ব পোর্টারের। প্রটোকল অনুসরণেও প্রেসিডেন্টকে সাহায্য করতেন তিনি। সূত্র : বিবিসি।