সাভারের আশুলিয়ায় পানির ট্যাংকের দেয়াল ধসে মা সেলিনা খাতুন (৩৫) ও ছেলে সিয়াম (১০) নিহত হয়েছে। এ ঘটনায় টুটুল মিয়া (২০) নামে তাদের পরিবারের আরও একজন আহত হয়েছে।
সোমবার (১১ জুন) ভোরে নরসিংহপুরের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সেলিনা খাতুন গাইবান্দা কামালের পাড়া গ্রামের মৃত মন্টু মিয়ার স্ত্রী ও আশুলিয়ায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে সেলিনা খাতুন তার শিশু ছেলে সিয়ামকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। পরে সোমবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই কক্ষের পাশেই থাকা পানির ট্যাংকসহ দেয়াল ধসে পড়ে। এতে পানির ট্যাংকের নিচে চাপা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়। এসময় টুটুল মিয়া আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া ইপিজেডের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে ট্যাংকসহ দেয়ালের নিচে চাপা পড়া মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে র্দুবল ভাবে তৈরির কারণে পানির ট্যাংকের দেয়াল ধসে পড়ে।
এসআই আবুল কালাম আজাদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।