ঠিকানা রিপোর্ট : ২০২৩ সালের সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রামে (এসওয়াইইপি) আবেদন শুরু হয়েছে। নিউইয়র্ক সিটির ১৪-২৪ বছর বয়সীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ১৩ ফেব্রুয়ারি থেকে এ-সংক্রান্ত আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন গ্রহণ করা হবে ৩১ মার্চ পর্যন্ত।
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ইয়ুথ এবং কমিউনিটি ডেভেলপমেন্ট (ডিওয়াইসিডি) কমিশনার কেইট হাওয়ার্ড ১৩ ফেব্রুয়ারি এই প্রোগ্রামের আবেদন শুরুর ঘোষণা করেন। এই সামারে এই প্রোগ্রামের ৬০ বছর পূর্তি হচ্ছে। চলতি বছর এক লাখ স্টুডেন্টকে ইন্টার্নশিপ হিসেবে সামারে চাকরিতে সম্পৃক্ত করার জন্য তারা কাজ করছে। অনলাইনে এসওয়াইপি ও আবেদন করা যাবে। কোনো প্রতিষ্ঠান যদি তাদের প্রতিষ্ঠানের জন্য লোকবল নিতে চায়, তাহলে তারাও নিতে পারবে।
ফার্স্ট ডেপুটি মেয়র শিনা রাইট বলেছেন, প্রত্যেক ইয়ং পারসনকে এই সিটিতে এই প্রোগ্রামের মাধ্যমে তারা সম্পৃক্ত করতে পারবেন লাইফ লং মেন্টরের সঙ্গে। এই কাজ করতে পেরে তিনি ও মেয়র এটি বাড়াতে পেরে আনন্দিত। এ ছাড়া তিনি ডিওয়াইসিডি, কমিউনিটি এবং নিউইয়র্ক সিটির ইয়ুথদের প্রতি ধন্যবাদ জানান। গত বছর মেয়র এরিক অ্যাডামস এই প্রোগ্রামের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্টকে সম্পৃক্ত করার প্রচেষ্টা সফল করেন। এক লাখের বেশি স্টুডেন্ট এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ পান। ছয় সপ্তাহের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে করার জন্য তারা যেমন একটি নেটওয়ার্কে থাকতে পারেন, সেই সঙ্গে কাজের জন্য পেমেন্টও দেওয়া হয়। এটি জুলাই মাসে শুরু হয়। চলে আগস্ট পর্যন্ত। অংশগ্রহণকারীদের তাদের আগ্রহ অনুযায়ী কাজ পেতে সহায়তা করা হয়। সেই সঙ্গে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল, সিভিক এবং লিডারশিপ স্কিল বাড়ানোর জন্য কাজ করা হয়। গত বছর লেডার্স ফর লিডার্স প্রোগ্রামে ১ হাজার ৭৩২ জন অংশ নেন। তারা গুগল, জেট ব্লু, ম্যাডিসন স্কয়ার গার্ডেন, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস, এসএল গ্রিন, এ অ্যান্ড ই নেটওয়ার্ক এবং ফোর্ড ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পেয়েছেন। এসওয়াইইপি প্রোগ্রামের মাধ্যমে ১৮ হাজার ওয়ার্ক সাইটে স্টুডেন্টরা সিটির পাঁচ বরোতে কাজ করার সুযোগ পান। চলতি বছরও এই প্রোগ্রাম সফল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
জানা গেছে, এসওয়াইইপি প্রোগ্রামের জন্য জিপিএ রিকয়ারমেন্ট নেই। নিউইয়র্ক সিটির বাসিন্দা, ১৪-২৪ বছর বয়স ও স্টুডেন্ট হলেই আবেদন করা যাবে। আর এলফরএল প্রোগ্রামের জন্য জিপিএ থাকতে হবে মিনিমাম ৩.০। পাশাপাশি সিটিতে বসবাস করতে হবে, সেই সঙ্গে বয়স হতে হবে ১৪-২৪।
সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রামের আবেদন শুরু
চাকরি পাবে এক লাখ স্টুডেন্ট