সালমানকে নিয়ে সাবেক প্রেমিকা সোমির বিস্ফোরক মন্তব্য

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমানের সাবেক প্রেমিকার সংখ্যা নেহাত কম নয়। তেমনই একজন সোমি আলী। নব্বইয়ের দশকে তাদের প্রেমের সম্পর্কের জল্পনা ছিল তুঙ্গে। যদিও সম্পর্ক নিয়ে সালমান কখনো কিছু না বললেও সোমি তা কখনো অস্বীকার করেননি।

সম্পর্ক ভাঙার প্রায় ২৩ বছর পর সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রেমিকা সোমি।

১৯৮৯ সালের ডিসেম্বরে সালমান-ভাগ্যশ্রীর সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’ মুক্তি পায়। সেই সময় বক্স অফিসে সুপারহিট এই সিনেমা।

১৯ আগস্ট শুক্রবার ইনস্টাগ্রামে সেই সিনেমার একটি পোস্টার পোস্ট করে সালমানকে নারী পেটানো লোক বলে মন্তব্য করেন সোমি। সেই সঙ্গে তিনি বলেছেন, শুধু আমি নই, অনেকেই তার মারধরের শিকার।

তিনি লেখেন, ‘একজন নারী পেটানো লোক এবং শুধু আমি না অনেকেই। তার আরাধনা বন্ধ করুন। আপনাদের ধারণাও নেই তিনি একজন অসুস্থ স্যাডিস্টিক।’

এক সাক্ষাৎকারে সোমি জানিয়েছিলেন, আট বছর ডেট করার পর ১৯৯৯ সালের ডিসেম্বরে তাদের সম্পর্ক ভেঙে যায়। সালমানের সঙ্গে একটি সিনেমায় কাজও করেছেন তিনি। তবে তা মুক্তি পায়নি।

বর্তমানে আমেরিকায় বসবাস করছেন পাকিস্তানে জন্ম নেওয়া এই অভিনেত্রী।

ঠিকানা/এনআই