সালমান খানের করোনা নেগেটিভ

ঠিকানা অনলাইন : বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত গাড়িচালক অশোক ও দুই ব্যক্তিগত কর্মীর করোনা-পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাঁদের মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা-সতর্কতা হিসেবে সালমান খান ও তাঁর পুরো পরিবারের সদস্যরা আগামী ১৪ দিন নিজ বাসায় আইসোলেশনে থাকবেন।

দ্য খবরির বরাতে বলিউড বাবলের নতুন প্রতিবেদন বলা হয়েছে, সালমান খান ও তাঁর পরিবারের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তাঁদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আজ ২০ নভেম্বর শুক্রবার রিয়েলিটি শো বিগ বসের ‘উইকেন্ড বা বার’-এর শুট করবেন সালমান।

গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশে লকডাউন ঘোষণার পর নিজের প্যানভেল খামারবাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন সালমান খান।

সালমান খান গত মাসে তাঁর আসন্ন সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শুট শেষ করেছেন। এতে আরো অভিনয় করেছেন দিশা পাটানি ও রণদীপ হুদা। চলতি বছরের ঈদে এ সিনেমা মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সালমান খানকে আগামীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ও ‘কিক টু’ সিনেমায় দেখা যাবে।

ঠিকানা/এসআর