সালমান খান কারাগারে

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে কারাগারে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ এপ্রিল) রায় ঘোষণার পরই যোধপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় সালমানকে।

তার আইনজীবীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতটা কারাগারেই কাটাতে হয়েছে তাকে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে সালমান খানের। ভারতের যোধপুরের একটি আদালত ওই রায় ঘোষণা করেন।

একই মামলায় অভিযুক্ত ছিলেন বলিউডের অভিনেতা সাইফ আলী খান, অভিনেত্রী সোনালি বেন্দ্রে, টাবু এবং নীলম। তবে সালমান ছাড়া অন্যরা খালাস পেয়েছেন।

প্রায় কুড়ি বছর পর এদিন যোধপুর আদালত এ মামলার রায় ঘোষণা করলেন। এনডিটিভি জানিয়েছে, আজ শুক্রবার সালমানের জামিনের শুনানি হবে।

১৯৯৮ সালে সালমান, সাইফ, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে যোধপুর গিয়েছিলেন। অভিযোগ, শুটিং চলাকালীন ১ ও ২ অক্টোবর রাতে দুই জায়গায় সালমান কৃষ্ণসার শিকার করেন।

ওই সময় বিশনই গোষ্ঠীর মানুষ কাঙ্কানি গ্রাম থেকে সেই হরিণ শিকারের গুলির শব্দ শুনতে পান। এমনকি সালমানকে জিপসি নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যেতেও দেখেন তাঁরা। সালমান খানের বিরুদ্ধে কাঙ্কানি গ্রামের বাসিন্দারাই মূল অভিযোগ তোলেন।