সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ফাইল ছবি

ঠিকানা অনলাইন : মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

কালের কণ্ঠকে এই আইনজীবী বলেন, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে।

তিনি বলেন, হাইকোর্টের এই বেঞ্চ থেকে অনুমতি নিয়েই রিটটি দায়ের করা হয়েছে।

ঠিকানা/এসআর