সাহিত্যে নোবেল পেলেন অ্যানি এরনক্স

ঠিকানা অনলাইন : ২০২২ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন ফরাসি সাহিত্যিক অ্যানি এরনক্স। আজ ৬ অক্টোবর (বৃহস্পতিবার) সুইডেনের স্টকহমে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। তার বেশিরভাগ সাহিত্যকর্মই আত্মজীবনীমূলক। সমাজ বিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নোবেল কমিটির স্থায়ী সদস্য ম্যাটস মাম বলেছেন, অ্যানি এরনক্স যে সাহিত্যে নোবেল পেয়েছেন সেটি তিনি জানেন না। তবে অ্যানি দ্রতই এ খবর পাবেন বলে জানান ম্যাটস মাম।

অ্যানি এরনক্সকে সাহিত্যে নোবেল দেওয়ার ব্যাপারে নোবেল কমিটি বলেছে, সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন তার জন্য সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন তিনি। অ্যনি এরনক্স তার সাহিত্যে গর্ভপাত, পরিবার নিয়ে লিখেছেন।

ঠিকানা/এম