সাহিত্য একাডেমির ৮৬তম আসর : মৌলিক বাঁক পরিবর্তনের আভাস

ঠিকানা রিপোর্ট : সাহিত্য একাডেমির ৮৬তম মাসিক আসরের আয়োজন হয়েছিলো গত ২৬ জানুয়ারি, শুক্রবার। আসর বসেছিলো জ্যাকসন হাইটস্রে বাংলাদেশ প্লাজা অডিটোরিয়ামে। এবারের আসর ছিল নানাদিক থেকে তাৎপর্যপূর্ণ। আসরে অনেকের আলোচনায় সাহিত্য একাডেমির একটি মৌলিক বাঁক পরিবর্তনের আভাস মেলে।
লেখক ফেরদৌস সাজেদীন বাঁক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, আমাদের অনেক কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। ভালো-মন্দ গ্রহণ-বর্জনের মানসিকতা তৈরি করতে হবে।
কাজী আতিক বলেছেন, সাহিত্য একাডেমি এতোদিন সাহিত্য নিয়ে অগ্রসর হলেও, এবার শুরু হবে একাডেমির ভূমিকা।
এছাড়া শুরুতেই সদ্যপ্রয়াত কথাশিল্পী শওকত আলীর প্রতি এ দিন সবাই শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমেই তাঁর ওপর মনোজ্ঞ আলোচনা উপহার দেন বিশিষ্ট কবি তমিজ উদ্দীন লোদী। আলোচনায় অংশ নেন- অধ্যাপিকা হুসনে আরা, সাজেদা চৌধুরী পরাগ, হুসাইন কবির, কামাল হোসেন মিঠু, মুহম্মদ ফজলুর রহমান প্রমুখ।
কবিতা, ছড়া, প্রবন্ধ পাঠ করেন- নীরা কাদরী, শামসাদ হুসাম, কাজী আতিক, সোনিয়া কাদের, মঞ্জুর কাদের, লিয়াকত আলী, ওয়াহেদ হোসেন, আনোয়ার সেলিম, শাহ আলম দুলাল, মনিজা রহমান, শাহীন ইবনে দেলোয়ার, এবিএম সালেহ উদ্দীন, পলি শাহীনা, সুবিত বড়–য়া, রিমি রুম্মান, মাকসুদ আহমেদ, মোহাম্মদ আলী বাবুল, উইলী মুক্তি, কামরুল নাহার রীতা, সবিতা দাস, আবু সায়িদ রতন, আহম্মেদ হোসেন বাবু, সালেহীন সাবু, আবুল বাশার, আলম সিদ্দিকী, আল আমীন বাবু, জাকির হোসেন মিয়া, লুৎফা সাহানা, জুঁই ইসলাম।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফরিদা ইয়াসমিন, শিল্পী শহীদ উদ্দীন, রাহাত কাজী শিউলী, শামস চৌধুরী, সৈয়দ আহমেদ জুয়েদ, মোহাম্মদ নাসির উল্লাহ, পারভিন পিয়া, এনামুল করিম দিপু ও ফজলে রাব্বী।
উল্লেখ্য, প্রতিমাসের শেষ শুক্রবার সন্ধ্যা ৭টায় সাহিত্য একাডেমির নিয়ামত আসর বসে থাকে।