ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। সিগনেচার ব্যাংক হলো একটি নিউইয়র্ক রাজ্য-চার্টার্ড বাণিজ্যিক ব্যাংক। এটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট সম্পদ প্রায় ১১০.৩৬ বিলিয়ন ডলার এবং মোট আমানত ৮৮.৫৯ বিলিয়ন ডলারসহ এফডিআইসি-বীমাকৃত। ব্যাংকে আমানতকারীদের তাদের অর্থের সম্পূর্ণ অ্যাক্সেস থাকবে। তবে নিয়ন্ত্রকরা বলছেন, শেয়ারহোল্ডার ও কিছু অনিরাপদ ঋণধারী সুরক্ষিত থাকবে না।
গত ১০ মার্চ শুক্রবার সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পর এটি এই সপ্তাহে বন্ধ হওয়া দ্বিতীয় ব্যাংক।
গভর্নর ক্যাথি হোকুল বলেন, ‘সপ্তাহান্তে, ডিএফএস সুপারিনটেনডেন্ট অ্যাড্রিয়েন হ্যারিস ও আমি ব্যাংকিং সেক্টরকে স্থিতিশীল করার উপায় এবং নিউইয়র্কবাসীদের কষ্টার্জিত অর্থ রক্ষা করার উপায় নিয়ে ফেডারেল অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’ হোকুল বলেন ‘এই ব্যাংকগুলোতে অনেক আমানতকারী ছোট ব্যবসাী। তাদের উদ্ভাবন করা অর্থনীতি এবং তাদের সাফল্য নিউইয়র্কের শক্তিশালী অর্থনীতির চাবিকাঠি।’
এবার সংকটগ্রস্ত ব্যাংকগুলোকে বেলআউট করা বা নানাভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়নি। বরং সংকট গুরুতর হওয়ার আগে নিয়ন্ত্রক সংস্থা তার নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক- উভয় ক্ষেত্রেই এ ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ব্যাংকের পরিচালনা কর্তৃপক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষকে বাঁচানোর চেয়ে গ্রাহকদের কীভাবে সুবিধা হবে, তা নিশ্চিত করতেই মার্কিন সরকার ব্যস্ত। সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও ফেডারেল রিজার্ভের যৌথ ঘোষণায় বলা হয়, মার্কিন অর্থনীতি সুরক্ষিত ও মানুষের আস্থা ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এই এফডিআইসি সিগনেচার ব্যাংকের সব হিসাব আরেকটি ব্যাংক ‘ফিফথ থার্ড ব্যাংক’ করপোরেশনে স্থানান্তর করা হয়েছে। গ্রাহকদেরও সমস্যা নেই। ১৩ মার্চ সোমবার থেকেই গ্রাহকেরা হিসাব ব্যবহার করে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন।