ঠিকানা অনলাইন : গর্ভবতী নারীর সিজারের কথা সবাই জেনে এলেও এবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের একটি খামারে গাভির সিজার করা হয়েছে।
উপজেলার বাহেরঘাটা গ্রামের বয়রাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাগের খামারের গাভির সিজার করা হয় গত সপ্তাহের বুধবার। তবে ৪ ডিসেম্বর রোববার ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক অনেকেই গাভি ও বাছুর দেখার জন্য ইউপি চেয়ারম্যানের খামারে ভিড় করছেন।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাগ জানান, তার খামারে ১২টি ষাড় ও ৫টি গাভি রয়েছে। এর মধ্যে দুই মাস অতিবাহিত হলেও একটি গর্ভবতী গাভির বাছুর প্রসব হচ্ছিল না। এতে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানার শরণাপন্ন হন।
পরে গেল বুধবার সিরাজদিখান প্রাণিসম্পদ কর্মকর্তা ইউপি চেয়ারম্যানের খামারে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দিন আহম্মদের সঙ্গে গাভির সিরাজ সম্পন্ন করেন। সিজারের মাধ্যমে গাভিটি একটি ফুটফুটে বাছুর জন্ম দিয়েছে। বর্তমানে গাভি ও বাছুর সুস্থ রয়েছে।
সিরাজদিখান প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা বলেন, ইউপি চেয়ারম্যানের খামারের গাভির স্বাভাবিক ডেলিভারি না হওয়ার কারণে আমরা সিজারের সিদ্ধান্ত নিয়েছিলাম। সিজারের মধ্য দিয়ে গাভিটি একটি বাছুর প্রসব করেছে। সব সময় গাভি ও বাছুরের খোঁজখবর নিচ্ছি। গাভির সিজারের মাধ্যমে বাছুর জন্মের ঘটনা খুব সম্ভবত এটিই প্রথম বলে জানান তিনি।
ঠিকানা/এনআই