ঠিকানা রিপোর্ট: ভয়ানক অপরাধ হ্রাসের মানদন্ডে সিটির ইতিহাসে সদ্য বিদায়ী এপ্রিল মাসে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। অনবদ্য কারণে মেয়র ডি ব্লাসিয়ো বিদায়ী এপ্রিল মাসকে দ্য সেইফেস্ট (সর্বাপেক্ষা নিরাপদ) এপ্রিল হিসেবে অভিহিত করেছেন বলে ১৪ মে জানা গেছে।
পুলিশ বিভাগের পরিসংখ্যান অনুসারে ২০১৭ সালের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে অপরাধ ৪% হ্রাস পেয়েছে। পূর্ববর্তী বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিলে ১৫০ টি ডাকাতি কম হয়েছে এবং ডাকাতি ১৪% হ্রাস পেয়েছে আর গোলাগুলি হ্রাস পেয়েছে ২৮%। গত বছরের এপ্রিলে সিটিতে ৬৮টি গোলাগুলির ঘটনা ঘটলেও এ বছর ৪৯টি গোলাগুলি সংঘটিত হয়েছে। তবে গত বছরের এপ্রিলে সিটিতে ১১৯টি ধর্ষণ সংঘটিত হলেও এবং তা ৪৫% বৃদ্ধি পেয়ে ১৭২টিতে পৌঁছেছে।
উচ্চ পর্যায়ের কয়েকটি যৌন অপরাধের ব্যাপারে পুলিশ বলিষ্ঠ ভ’মিকা পালন করায় নির্যাতিত মহিলারা নির্ভয়ে পুলিশের নিকট অভিযোগ দাখিলে অনুপ্রেরণা পাচ্ছেন। তাই যৌন অপরাধ বিষয়ক অভিযোগের সংখ্যা বাড়ছে বলে পুলিশ কর্মকর্তাদের বিশ্বাস। সাবওয়ে অপরাধও ৮% হ্রাস পেয়েছে। তবে ম্যানহাটন এলাকায় গত বছরের এপ্রিলে ৩৫টি ডাকাতি ঘটলেও এ বছরের এপ্রিলে তা ৫৪% বৃদ্ধি পেয়ে ৫৪টি হয়েছে।
এদিকে পুলিশ কমিশনার জেমস ওনীল এবং ট্রাঞ্জিট প্রধান এডওয়ার্ড ডেলাটরে বলেন যে গত ২ সপ্তাহে অবশ্য ডাকাতির ঘটনা হ্রাস পেয়েছে। পুলিশ কর্মকর্তাগণ জানান যে ট্রেনে পুলিশের সংখ্যা বাড়ানোর ফলে ভাড়া ফাঁকি দিয়ে ট্রেনে চাপার প্রবণতা ও গ্রেপ্তার উভয়ই কমেছে।