ঠিকানা রিপোর্ট: সমগ্র আমেরিকায় বর্তমানে ওভারডোজ (ফেন্টানীলসহ যে কোন ধরনের মাদক দ্রব্য অতিমাত্রায় সেবনজনিত) মৃত্যুর ঢল নেমেছে। নিউইয়ক সিটিও সেই ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত নয়। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুসারে ২০১৫ সালে নিউইয়র্ক সিটিতে ওভারডোজে প্রাণহানী ঘটেছিল ৯৩৭ জনের। আর ২০১৬ সালে একলাফে তা বৃদ্ধি পেয়ে ১,৩৭৪-এ উন্নীত হয়েছিল। ২০১৭ সালে তা আরও বৃদ্ধি পেয়েছে এবং প্রাথমিক তথ্যানুযায়ী এ বছর ওভারডোজে ঝরে গেছে ১,৪৪১টি তরতাজা প্রাণ। তাই এই সর্বনাশা অপমৃত্যুর কবল থেকে প্রতিবছর কমপক্ষে ১৩০টি প্রাণ বাঁচাতেই সমগ্র নিউইয়র্কের মধ্যে সিটি এই প্রথমবারের মত ৪টি সুপারভাইজড ইনজেকশন ফ্যাসিলিটি খোলার পরিকল্পনা নিয়েছে।
বিষয়টি নিয়ে সমগ্র স্টেটে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হলেও সিটি ৪ টি অবস্থানে এ সকল ফ্যাসিলিটির মাধ্যমে ড্রাগ ব্যবহারকারীদের মেডিক্যাল সুপারভিশনের আওতায় আনা হবে। এক বছরের পাইলট প্রকল্পের অধীনে ব্রুকলীনের গৌয়ানাস সেকশনের বিদ্যমান নীডল এক্সচেঞ্জ সেন্টার; ম্যানহাটানের মিডটাউন ওয়েস্ট এবং ওয়াশিংটন হাইটস ও দ্য ব্রঙ্কস লংউড নেইবারহুডে পরিষেবা দান শুরু করা হবে। তবে ফ্যাসিলিটির কার্যক্রম শুরুর আগে স্টেট হেলথ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট এটর্নী এবং প্রতিটি কাউন্টির সিটি কাউন্সিল সদস্যগণ থেকে সিটিকে অনুমতি নিতে হবে।
সিটির কর্মকর্তাগণ জানান, নির্ধারিত কমিউনিটির লোকজনের সাথে আলাপ-আলোচনায় কমপক্ষে ৬ থেকে ১২ মাস সময় লাগবে। লক্ষ্যণীয় যে সমগ্র আমেরিকায় এ ধরনের কোন সুপারভাইডজ ইনজেকশন ফ্যাসিলিটি নেই।