ঠিকানা রিপোর্ট : সিটি কাউন্সিলওম্যান আমান্ডার সমর্থনে ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ ব্রঙ্কসের মামুন টিউটিরিয়ালে এই আয়োজক ছিলো অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল)। ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকা থেকে সিটি কাউন্সিল মেম্বার পদপ্রার্থী আমান্ডা ফারিয়াসের এ ফান্ড রেইজিংয়ে আসালের ব্রঙ্কস চ্যাপ্টার প্রধান সৈয়দ তাহমেদুল হকের সভাপতিত্বে এবং স্থানীয় আসাল সেক্রেটারি ইব্রাহিম বারো ভূঁইয়ার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন আসালের প্রতিষ্ঠাতা মাফ মিছবাহ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলওম্যান আমান্ডা ফারিয়াস।
কাউন্সিলওম্যান তার বক্তব্যে পার্কচেস্টারের ওলমস্টেড ও ইউনিয়ন পোর্ট রোডের সংযোগস্থল এলাকাকে ওপেন স্ট্রিট এলাকা হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেবেন বলে জানান।
আমান্ডা ফারিয়াস বলেন, জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার মতো কিছু করার চিন্তা আমার রয়েছে। বাংলাদেশি সিনিয়র সিটিজেনদের জন্য বাংলাবাজার এলাকায় বিনোদন ও বসার জন্য ব্যবস্থা করা হবে। সিটির সাথে এ ব্যাপারে আমি আলোচনা শুরু করবো। তিনি এলাকার আইনশৃংখলা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
আসাল নেতা মাফ মিছবাহ উদ্দীন আগামী প্রাইমারিতে আমান্ডাকে ভোট দেয়ার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এ এলাকায় ১০ হাজার বাংলাদেশি ভোটার রয়েছে। তারমধ্যে ৬ হাজার ভোট দিলেই আমান্ডা সিটি কাউন্সিল মেম্বার নির্বাচিত হবেন। অন্যদের ভোটেরও দরকার হবে না। আর্ন্তজাতিক বাংলাভাষাকে সিটি হলে স্বীকৃতি প্রদানে কাউন্সিলওম্যান আমান্ডাকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনায় অংশ নেন খলিল বিরিয়ানী হাউজের সিইও খলিলুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাংবাদিক শামীম আহমেদ, এম তুষার, কমিউনিটি অ্যাকিটিভিস্ট হাসান আলী, জামাল হোসেন, মিনহাজ রাসেল, খবির উদ্দীন ভূঁইয়া, আলাউদ্দীন, এম ইসলাম মামুন, মো. সামাদ মিয়া জাকারিয়া, আমিনুল হক চুন্নু, মিয়া মো. আসকিন, ইমরান আলী টিপু ও আরিফ রেজা প্রমুখ। অনুষ্ঠানে আসালের কর্মকর্তাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।