ঠিকানা রিপোর্ট: ব্রঙ্কসের হরিজোন জুভেলাইন সেন্টারে ভিন্ন ভিন্ন হাউজিং এরিয়া থেকে আনা ১৬ এবং ১৭ বছর বয়সী কয়েদীদের নজিরবিহীন হাঙ্গামা থামাতে গিয়ে কমপক্ষে ২০ জন সিটি কারেকশন কর্মকর্তার সকলেই কম- বেশি আহত হওয়ায় সিটির কারা ইতিহাসে নতুন অধ্যায়ের সংযোজন ঘটেছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন/ ডেপুটী ওয়ার্ডেন এসোসিয়েশনের ভাইসপ্রেসিডেন্ট যোসেফ রুশো জানান যে আহত ১৬ কর্মকর্তা এবং ৪ ক্যাপ্টেনের সকলেই মাইনর এবং ১৮ সেপ্টেম্বর, শুক্রবার চালু হওয়া জুভেলাইন সেন্টারে ৩ অক্টোবর সকালে এই অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যোসেফ রুশো বলেন, বাস্তবে এটি অত্যন্ত অলুক্ষণে নজির। ইতোপূর্বে একটিমাত্র ঘটনায় ২০ জন কর্মকর্তার আহত হওয়ার কিংবা ২০ জন কর্মকর্তাকে একত্রে হাসপাতালে প্রেরণের মত কোন অনাকাঙ্খিত ঘটনা সিটির কারা ইতিহাসে সংঘটিত হয়নি। তিনি আরও জানান, গুরুতর আহত ১১ কর্মকর্তাকে হাসপাতালে অবস্থান করতে ও চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে। রুশো জানান, ব্রুক এভিনিউ ফ্যাসিলিটির দরজাখোলা ক্লাশরুমের পাশ দিয়ে একদল কয়েদীকে হলের অন্যত্র স্থানান্তরের সময় ক্লাশরুমে থাকা ভিন্ন হাউজিং এরিয়ার কয়েদীর মধ্যে লঙ্কাকান্ড বেধে যায় ও তা ২ মিনিট স্থায়ী হয়। আর উক্ত হাঙ্গামা থামাতে গিয়ে কারা ইতিহাসে নতুন অধ্যায়ের সংযোজন হয়। তবে কতজন কমবয়সী কয়েদী আহত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, স্টেটের নতুন রেইজ দ্য এইজ ( বয়স বাড়াও) আইন মোতাবেক ১৬ এবং ১৭ বছর বয়সী অপরাধীদের জুভেনাইল (অল্পবয়সী) হিসেবে পরিগণিত করার সাথে একাত্মতা প্রকাশ করেই রিকারস আইল্যান্ডের ৯২ জন টীন অপরাধীর সকলকে সাউথ ব্রঙ্কস সেন্টারে স্থানান্তর করা হয়েছে। আর এদের দেখ-ভালের জন্য সিটি অ্যাডমিনিস্ট্রেশন অব চিলড্রেন’স সার্ভিসের মাইনর কারেকশন কর্মকর্তা ও ক্যাপ্টেনদের ধার নেয়া হয়েছে।
হাঙ্গামা এবং কারেকশন কর্মকর্তাদের আহত হওয়া প্রসঙ্গে কারেকশন অফিসারস বেনাভোলেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট এলিয়াস হুসামুদ্দিন বলেন, চালু হওয়ার পর থেকে ইতোমধ্যে সেন্টারে কমপক্ষে ৬টি অনাকাঙ্খিত ঘটনা সংঘটিত হয়েছে। তিনি আরও জানান ৩ অক্টোবরের অনাকাঙ্খিত ঘটনার পর এক টীনেজ কয়েদী এক কারেকশন কর্মকর্তার পোশাকের অংশ বিশেষ হেঁচকা টানে ছিঁড়ে নিয়ে মেঝেতে ছুড়ে ফেলেছে এবং হাসি-তামাসায় মেতে উঠেছে। হুসামুদ্দিন আরও বলেন, দুটি প্রতিপক্ষ দলের কমবয়সী অপরাধীদের সেন্টারে স্থানান্তরের পর থেকেই তারা গজ কচ্ছপের লড়াইর জন্য প্রস্তুত রয়েছে। রাস্তাতে প্রতিপক্ষকে দেখামাত্রই উভয়পক্ষ যেভাবে নরখেকো বাঘের মত পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ত এখানেও সে ধারা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, এদের কেউই টার্নস্টাইল জাম্পার, পার্কে প্র¯্রাবকারী কিংবা ছোটখাট অপরাধী নয়। হুসামুদ্দিন বলেন, সেন্টারে স্থান দেয়া ৯২ জন কমবয়সী অপরাধীর ৪০%ই হয় খুনী কিংবা খুন প্রচেষ্টার সাথে জড়িত এবং তারা এখানে বসবাসের উপযোগী নয়। তিনি জোর দিয়ে বলেন যে সেন্টারটি বন্ধ করে দেয়া উচিত।
অ্যাডমিনিস্ট্রেশন অব চিলড্রেন’স সার্ভিসের মুখপাত্র চালেন কারাওয়ে বলেন, অতীতে সাধিত হয়নি এমন একটি ঐতিহাসিক সংস্কারের জন্য আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। তিনি বলেন, কম বয়সী অপরাধী এবং কারেকশন কর্মকর্তাদের মধ্যে কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা সংঘটিত হয়েছে এবং আমরা চটজলদি সেগুলোর সমাধানের উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, কারেকশন কর্মকর্তাদের আঘাত গুরুতর না হলেও আমরা ঘটনাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছি। এদিকে মেয়র বিল ডি ব্লাসিয়ো দাবি করেন যে স্টেটের রেইজ দ্য এইজ আইনের আওতায় সকল কমবয়সী অপরাধীকে রিকারস আইল্যান্ড ফ্যাসিলিটি থেকে অন্যত্র স্থানান্তরে বেঁধে দেয়া চ’ড়ান্ত সময় সীমা পালনের প্রশ্নে সিটি ব্যতিক্রমী কর্মকান্ড সম্পাদন করেছে। তিনি আরও বলেন, নতুন ফ্যাসিলিটিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং সর্বক্ষেত্রে ব্যাপক সহযোগিতা প্রদান করা হয়েছে। ডি ব্লাসিয়ো আরও বলেন, কোন কম বয়সী অপরাধী ভয়ানক আচরণ করলে তাকে অধিকতর কঠোর নিরাপত্তাবেষ্টনীবিশিষ্ট ফ্যাসিলিটিতে প্রেরণ করা হবে কিংবা তার বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ আনয়ন করা হবে। হরিজোন সম্পর্কে মেয়রের বক্তব্যকে ঢাহা মিথ্যা হিসেবে অভিযোগ করেছেন ইউনিয়ন প্রেসিডেন্ট হুসামুদ্দিন। তিনি বলেন, আমরা বার বার মেয়রের দপ্তরকে জিজ্ঞেস করেছিলেম ফ্যাসিলিটিগুলো পুরোপুরি প্রস্তুত কি-না? তারা আমাদের মিথ্যা বলেছিলেন। তিনি বলেন, এ ভবনে কোন নিরাপদ এলাকা নেই। আর এ কারণেই কারেকশন কর্মকর্তাগণ হামলার শিকার হয়েছেন। মূলত সিটি কর্তৃপক্ষ আমাদের মরণ চাচ্ছে।