নিউইয়র্ক : সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ওই এলাকার প্রবাসী ভোটারদের বিদেশ থেকে ভোটগ্রহণের দাবিতে সিইসি বরাবরে নিউইয়র্কে বাংলাদেশ কন্সুলেটে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি (প্রবাকস)। প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে এক যুগ ধরে যুক্ত সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপিতে বলা হয়, বিদ্যমান আইনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটগ্রহণের কথা সুস্পষ্টভাবে উল্লেখ থাকলেও বিদেশ থেকে প্রবাসীরা ভোট দিতে পারেন না। দূতাবাসের মাধ্যমে ইভিএম পদ্ধতিতে অথবা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা যাতে তিন সিটিতে বিদেশ থেকে ভোট দিতে পারেন, সেজন্য সিইসিকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
গত ৫ জুলাই, বৃহস্পতিবার, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাকসের নেতৃবৃন্দ নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করেন কন্সাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেছা। এ সময় আরো উপস্থিত ছিলেন কন্স্যুলেটের প্রধান পারভীন সুলতানা ও কাউন্সিলর আসিফ আহমেদ।
কন্সাল জেনারেলকে স্মারকলিপি দেয়ার বিষয়ে প্রবাকসের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, নানা জটিলতার কারণে এতোকাল প্রবাসীদের ভোট নেয়া হয়নি। এ সরকারের আমলে জাতীয় সংসদে প্রবাসীদের ভোটাধিকার আইন পাস করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রবাসীদের ভোট নিতে সুপারিশ পাঠানো হয়েছে। আমরা এক কোটি প্রবাসী আগামী সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।
এ ব্যাপারে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মূলধারার রাজনীতিক দেওয়ান বজলু চৌধুরী বলেন, বিশ্বব্যাপী মাত্র এক ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারণ করা হয়। বর্তমানে প্রতিটি উপজেলার হাজার হাজার ভোটার প্রবাসে আছেন। এসব প্রবাসীরা ভোট দিতে পারলে এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভূমিকা রাখতে পারবেন।
তিনি বলেন, সিলেট সিটির প্রতিটি ওয়ার্ডে শত শত প্রবাসী ভোটার আছেন। বিদেশ থেকে ভোট দেয়ার ব্যবস্থা করা হলে অযোগ্য, বিতর্কিত কেউ নির্বাচিত হতে পারবেন না। -প্রেস বিজ্ঞপ্তি।