সিটি মেয়রের অ্যাডভাইজর হলেন ফাহাদ সোলায়মান

‘কমিউনিটির জন্য কাজ করব’

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াইসি ইউএস-এর (জেবিবিএ) সাধারণ সম্পাদক, কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের এশিয়ান অ্যাডভাইজর মনোনীত হয়েছেন। তিনি মেয়রের এশিয়ান এডভাইজার হিসাবে ‘বিজনেস ও পাবলিক সার্ভিস’ নিয়ে কাজ করবেন।
গত ১০ আগস্ট বুধবার সিটি হলে এক অনুষ্ঠানে শপথ নিয়েছেন ফাহাদ সোলায়মান। শপথ অনুষ্ঠানে মেয়র এরিক অ্যাডামস এবং মেয়রের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার দিলীপ চৌহান উপস্থিত ছিলেন।
ফাহাদ সোলায়মান সিটি মেয়রের এশিয়ান অ্যাডভাইজর মনোনীত হওয়ার পর নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিভিন্নশ্রেণিপেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, ফাহাদ সোলায়মানের এ অর্জন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মর্যাদা বাড়িয়েছে।
নিলফামারীর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এম এম সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ফাহাদ সোলায়মান দীর্ঘদিন থেকেই ডেমোক্রেটিক পার্টির সঙ্গে কাজ করছেন। ইতিপূর্বে তাকে কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস’র ডেলিগেট এবং কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এর মেম্বার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অ্যাডভাইজর মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফাহাদ সোলায়মান ঠিকানাকে জানান, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি অগ্রসরমান। কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে তারা সঠিক অবস্থানে নেই। মেয়র অফিসে অ্যাডভোইজরের দায়িত্ব পাওয়ায় তিনি পুরো সুযোগটাকে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজে লাগাবেন বলে জানান।
ফাহাদ সোলায়মান বলেন, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি অনেক বড়। কিন্তু আজ পর্যন্ত সিটি প্রশাসনের স্বীকৃতিতে বাংলাদেশ প্যারেড হয়নি। আমি চেষ্টা করবো এই বাংলাদেশ প্যারেড আয়োজনের। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া যত সুযোগ সুবিধা আছে, এসব সুবিধা যাতে কমিউনিটির মানুষ ভোগ করতে পারে, সেই প্রচেষ্টা চালাবেন তিনি।