ঠিকানা রিপোর্ট : ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। দিনটিকে নিউইয়র্ক সিটি কাউন্সিলে বিশেষ মর্যাদা দিতে প্রস্তাবিত বিল জমা দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত রেজ্যুলেশন পাস হলে সিটি কাউন্সিলের মাধ্যমে এটি বিশেষ দিবস হিসেবে স্বীকৃতি লাভ করবে। তখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্্যাপন করা হবে।
এদিকে স্বাধীনতা দিবসের রেজ্যুলেশনটি ২৬ মার্চের আগেই পাস করানোর চেষ্টা চলছে। ২৬ মার্চ বিকেল তিনটায় নিউইয়র্ক সিটির পক্ষ থেকে বোলিং গ্রিনে এই পতাকা উত্তোলন করা হবে। গত ১৭ মার্চ দুপুরে সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কাছে পতাকা হস্তান্তর করা হয়। বাংলাদেশি কমিউনিটির নেতা মাজেদা উদ্দিন ৮ ফুট বাই ১২ ফুট পতাকাটি হস্তান্তর করেন। পতাকাটি বাংলাদেশ থেকে অর্ডার দিয়ে আনানো হয়। বাংলাদেশ থেকে বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আসেফ বারী টুটুল এই পতাকা নিয়ে আসেন। বাংলাদেশি কমিউনিটির অনেকেই পতাকা উত্তোলনের দিন উপস্থিত থাকবেন। সিটি হল থেকে তাদের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে মাজেদা উদ্দিন বলেন, ২৬ মার্চ বেলা তিনটায় বোলিং গ্রিনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে। আমাদের কমিউনিটির সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। স্বাধীনতা দিবসের একটি বিশেষ রেজ্যুলেশন পাস করানোর প্রস্তাব দিয়েছি। এর আগেই পতাকা উত্তোলন করার জন্য সিটি হল থেকে আমাকে বলা হয়। বাংলাদেশের পতাকা উত্তোলন করার জন্য পতাকা দিতে বলা হয়। সে অনুযায়ী পতাকাটি হস্তান্তর করেছি। বোলিং গ্রিনে পতাকা উত্তোলনের বিষয়টি অবশ্যই আমাদের জন্য বিরাট সাফল্যের।