অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সিদ্দিকুর রহমান। সেই ধারাবাহিকতায় এবার নির্মাণ করেছেন নাটক ‘বৈশাখের মেলা’। বৈশাখের এ নাটকটিতে বিশেষ চমক হিসেবে তার বিপরীতে অভিনয় করেছেন একজন জাপানি অভিনেত্রী। নাম মাইই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে বাংলা ভাষা রপ্ত করেছেন।
গত ৭ এপ্রিল টঙ্গীতে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে মাইইর অভিনয় প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, ‘গল্পের প্রয়োজনেই মাইইকে নেওয়া। তিনি জাপানি হলেও চমৎকার বাংলা বলতে পারেন। অভিনয়ও করেছেন অসাধারণ। নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে।’