ঠিকানা রিপোর্ট: প্যানক্রিয়াটিক (অগ্নাশয়) ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্র সিনেটের সাবেক সংখ্যাগরিষ্ঠ নেতা হ্যারী রীডের দেহে অস্ত্রোপচার করা হয়েছে। ৭৮ বছর বয়সী রীডের প্যানক্রিয়াটিক (অগ্নাশয়) ক্যান্সার চিকিৎসার প্রথম ধাপ হিসেবে ১৪ মে এই অস্ত্রোপচার করা হয়েছে বলে ১৫ মে জানা গেছে। চোখে আঘাতপ্রাপ্তির কারণে গত বছর অবসরে যাওয়ার আগে নেভাডার ডেমক্র্যাটিক দলীয় প্রভাবশালী নেতা রীড দীর্ঘ ৩০ বছর যুক্তরাষ্ট্র সিনেটে অভাবনীয় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। বাল্টিমোরের জনস হপকিনস হাসপাতালে রীডের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে রীড বর্তমানে আরোগ্য লাভ করছেন।
- বিজ্ঞাপন -