যৌথ প্রযোজনা সিনেমার মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র তারকারা এখন কলকাতায় বেশ জনপ্রিয়। সেই জায়গা থেকে টলিউডের একক প্রযোজনার সিনেমাতেও দেখা যাচ্ছে ঢালিউড তারকাদের। এরই মধ্যে শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ ছাড়াও অনেকে সফলভাবে কাজ করছেন সেখানে। সেই তালিকার নতুন সদস্য চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। কলকাতার একক প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। ‘থাই কারি’ শিরোনামে এই সিনেমাটি কলকাতায় মুক্তি পাচ্ছে মার্চে। সিনেমায় কলকাতার জনপ্রিয় নায়ক সোহমের বিপরীতে দেখা যাবে তাকে। এই সিনেমাটির মধ্য দিয়ে সোহমের সাথে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন তিনি।
এর আগে একটি যৌথ প্রযোজনা সিনেমায় দেখা গেছে তাদের। ছবিতে দেখা যাবে কমেডি, রোমান্স ও অ্যাকশন। তিন বন্ধুকে নিয়ে মূলত সিনেমার গল্প এগিয়ে যাবে।
সিনেমাটি প্রসঙ্গে মীম বলেন, ‘এর আগে যৌথ প্রযোজনার ছবির মধ্য দিয়ে কলকাতার সাথে কাজ করা হয়েছে। তবে এবার একক প্রযোজনার কাজ এটি। সিনেমাটি ক্যারিয়ারে নতুন এক অভিজ্ঞতা যোগ করেছে। ছবিটি মুক্তির অপেক্ষায় আছি।’
এ বছরে দ্বিতীয় সিনেমা মুক্তি পাচ্ছে মীমের। এর আগে চলতি মাসে তার ‘দাগ’ শিরোনামে একটি সিনেমা মুক্তি পায়। বাপ্পী চৌধুরীর সাথে জুটি হিসেবে সিনেমাটিতে দেখা যায় তাকে।