ঠিকানা অনলাইন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামের দক্ষিণপাড়া মাঠে একটি জমিতে ধানের চারা তোলার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর গ্রামের আফছার আলী (৬০), তার ভাই শমসের আলী (৬৫), শমসের আলীর ছেলে শাহিন মিয়া (২৭) ও মোকা মিয়া (৫০), মোন্নাফ আলী (২৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও শাহ আলম। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
পঞ্চকোশি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান জানান, নিহতদের মধ্যে উপজেলার শিবপুর গ্রামের একই পরিবারের পাঁচজন রয়েছেন। মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে একই পরিবারের পাঁচজন নিহত হন। এ সময় গুরুতর আহত সাতজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার সময় মাটিকোড়া গ্রামের জমিতে ধানের চারা তোলার সময় ১৫ জনের মতো শ্রমিক কাজ করছিলের। হঠাৎ বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঠিকানা/এনআই