হাকিকুল ইসলাম খোকন : মুক্তিযুদ্বের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান-এর সাথে গত ২০ মে রোববার, সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ৮৬ স্ট্রিটের উপরে ৩৫ এভিনিউতে সিরাজুল আলম খান পাঠচক্রের এক আড্ডা অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ শামীম ও মিসেস শামীমের উদ্যোগে আয়োজিত পাঠচক্রের আড্ডায় সিরাজুল আলম খান স্বাধীনতা লাভের পর পরই ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কাছে ১৫ দফা সুপারিশমালা তুলে ধরেছিলেন এবং তা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। দেশে রাষ্ট্রীয় জীবনে এবং শাসন ব্যবস্থা সম্বলিত (১৯৯৭-২০১৫ সাল প্রস্তাবিত) সিরাজুল আলম খান এর ১৫ দফা প্রস্তাবনার সার সংক্ষেপ বর্ণনা করেন। এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, লেখক, কবি ও বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আড্ডায় আমন্ত্রিতদের মাঝে আলোকপাত করেন, সাাবেক সাংসদ আনিসুজজামান খোকন, বিএনপি ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাবেক ছাত্রনেতা ফথরুল আলম, মূলধারার রাজনীতিক এডভোকট মুজিবুর রহমান, এডভোকেট মজিবুর রহমান, সাংবাদিক শিহাবউদ্দিন কিসলু, সাবেক ছাত্রনেতা শাহান উদ্দিন, মুক্তিযোদ্ধা আলমগীর ভুইয়া, সাবেক ছাত্রনেত্রী লিলি, সাবেক ছাত্রনেতা জাকির হাসন স্বপন, আই অন বাংলাদশ টিভি পরিচালক রিমন ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন, প্রকৌশলী সারোয়ার হাসন,জসিম উদ্দিন, পিন্টু, নিউজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি ও সাঈদা ডায়ানা এনজেলিকা। আড্ডা সঞ্চালনা করেন সামসুউদ্দিন আহমেদ শামীম। শেষে ছিল ইফতার ও প্রীতি ভোজ। উল্লেখ্য যে, জনাব সিরাজুল আলম খান গত ১৮ মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিউইয়র্ক আসেন। সাইপ্রাস থেকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি যুক্তরাষ্ট্রসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাজী আনোয়ার হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ শামীম প্রমুখ প্রবাসী নেতৃবৃন্দ তাকে সাদর অভ্যর্থনা জানান।