সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

ঠিকানা অনলাইন : সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রীয় এলাকায় আজ ১৯ ফেব্রুয়ারি (রবিবার) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সেখানকার প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, দামেস্কের কাফর সুসা ঘনবসতি আবাসিক এলাকায় এক ভবনে হামলার এ ঘটনা ঘটে। এই ভবনের কাছেই ইরানি স্থাপনাগুলোর পাশে বড়, কড়া পাহারার একটি নিরাপত্তা কমপ্লেক্স আছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল দখলকৃত গোলান মালভূমি থেকে স্থানীয় সময় রাত ১২ টা ২২ মিনিটে আবাসিক এলাকাসহ দামেস্কের বেশ কয়েকটি নিরাপত্তা জোনে আগ্রাসন চালিয়েছে। এর মধ্যে আবাসিক ভবনও আছে। সিরিয়ান সরকার প্রাথমিকভাবে পাঁচজন নিহতের কথা জানায়। কিন্তু সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বার্তা সংস্থা এএফপিকে ১৫ জন নিহতের কথা নিশ্চিত করেছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

ঠিকানা/এম