সিরিয়ায় হামলার পর ইরানকে বাইডেনের হুঁশিয়ারি

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটিতে প্রাণঘাতী ড্রোন হামলার জবাবে তেহরান-সমর্থিত বাহিনীগুলোর ওপর বিমান হামলা চালানোর পর ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ২৪ মার্চ শুক্রবার প্রতিবেশী কানাডায় এক সফরে থাকা বাইডেন বলেছেন, মার্কিন নাগরিকদের রক্ষায় যুক্তরাষ্ট্র আরও ‘জোরালো পদক্ষেপ’ নিতে পারে।

সাংবাদিকদের উদ্দেশে বাইডেন বলেন, ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সংঘাত চাইছে না, কিন্তু আমাদের লোকজনের সুরক্ষার জন্য জোরালো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন।’ ইরানকে চড়া মাশুল দিতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমরা থামতে যাচ্ছি না।’

এদিকে সিরিয়ার পূর্বাঞ্চলে ইরানপন্থী বাহিনীগুলোর স্থাপনায় মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটিতে এক ড্রোন হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত ও আরেকজন আহত হন। এ ছাড়া ওই হামলায় আরও পাঁচ মার্কিন সেনা আহত হন। তিনটি ড্রোন দিয়ে হামলাটি চালানো হলেও দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় কিন্তু অপরটি ঘাঁটিতে আঘাত হানে। এই ড্রোনগুলো ইরানের তৈরি বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে।

ওই ড্রোন হামলার জবাবে বৃহস্পতিবার রাতে মার্কিন এফ-১৫ জঙ্গি বিমানগুলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় বলে জানায় পেন্টাগন। পরে শুক্রবার সকালে সিরিয়ার আল ওমর তেলক্ষেত্রের কাছে একটি মার্কিন ঘাঁটিতে হামলা হয় বলে লেবাননের ইরানপন্থী টেলিভিশন চ্যানেল আল মায়াদিন ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এ হামলায়ই সম্ভবত আরেক মার্কিন সেনা আহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, মার্কিন হামলায় যে ১৯ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ৩ জন সিরীয় সেনা, ১১ জন সরকারপন্থী মিলিশিয়া এবং ৫ জন সিরিয়ার সরকারপন্থী বিদেশি যোদ্ধা।

সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা হওয়ার পর দেশটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ওই গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র হামলা চালানো নতুন কোনো ঘটনা নয়। কিন্তু স্থানীয় দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলে নতুন এলাকায় যে রকেট হামলা চালানো হয়, সম্ভবত সেগুলো মার্কিন রকেট। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। সিরিয়ায় কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানপন্থী বাহিনীগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী পাল্টাপাল্টি হামলার ঘটনা।

ঠিকানা/এনআই