সিলেটের কুমারগাঁওয়ে গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠিকানা অনলাইন : সিলেট শহরের কুমারগাঁওয়ে বিদ্যুতের গ্রিড উপকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর পুরো বিভাগের বড় একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আগুনে বিদুৎ উপকেন্দ্রের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ারদার জানান, আজ ১৭ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ স্থানীয় সময় বেলা ১১টার দিকে কুমারগাঁওয়ে পিডিবির ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়।

অগ্নি নির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, ‘আগুনে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।’

তিনি বলেন, এটি মূলত জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন। আগুন লাগার কারণে জাতীয় গ্রিডেও বিদুৎ সরবরাহ ব্যাহত হবে।

কীভাবে আগুনের সূত্রপাত হল জানতে চাইলে মোকাম্মেল হোসেন বলেন, ‘সাব স্টেশনে অনেকগুলো প্যানেল আছে। কোনটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই আমরা বলতে পারছি না।’

তবে আগুনে বিদুৎ উপকেন্দ্রের ‘বেশ ক্ষয়ক্ষতি’ হয়েছে এবং আগুন লাগার কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

ঠিকানা/এসআর