সিলেটে ডাকাতের কবলে প্রবাসী পরিবার

২৫ লাখ টাকার মালামাল লুট

সিলেট : ফ্রান্স প্রবাসী আজির উদ্দিন ১০ বছর পর সপরিবারে দেশে এসে বাড়িতে ফেরার ৬ ঘণ্টার মাথায় ডাকাতদের কবলে পড়েছেন। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি রাত ৩টায় এ ঘটনা ঘটে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের ওই প্রবাসীর বাড়িতে।
ডাকাতির কবলে পড়া প্রবাসী আজির উদ্দিন জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাত ৯টায় তিনি প্রায় ১০ বছর পর সপরিবারে দেশে এসে বাড়িতে ওঠেন। গত ১৭ ফেব্রুয়ারি ভোরে একদল ডাকাত দেশীয় অস্ত্রের মাধ্যমে বাড়ির কলাপসিবল গেট ভেঙে শয়ন কক্ষের দরজা ভেঙে ঘরে ঢোকে। মুখোশপরা সাত-আটজনের এই ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে দুটি আলমিরা ও একটি সিন্দুক ভেঙে ৩২ ভরি স্বর্ণ, ৭ হাজার ইউরো, ৭ লাখ টাকা,৭টি মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতদল প্রায় ৪০ মিনিট বাড়িতে অবস্থান করে।
খবর পেয়ে গত ১৭ ফেব্রুয়ারি সকালে ফেঞ্চুগঞ্জ থানার এসআই অমৃত কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরিফ (৩০) নামের বাড়ির কাজের লোককে আটক করেছে। এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।