সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত অফিস স্থাপন

সিলেট : সিলেটে ব্যক্তিগত অফিস করতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্স কিংবা তার পাশের স্থানে নিজস্ব জায়গায় তিনি এ অফিস নির্মাণ করবেন। সিলেটের মানুষের সুবিধার্থে এ অফিস চালু করা হচ্ছে বলেও জানান তিনি। বিগত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ড. এ কে আবদুল মোমেন।

এরপর তিনি সরকারের গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এই দায়িত্ব পেয়েই ব্যস্ত হয়ে পড়েছেন ড. এ কে আবদুল মোমেন। বাংলাদেশ নানা ক‚টনীতিক সমস্যা দূরীকরণ, রোহিঙ্গা সমস্যার সমাধানসহ বিভিন্ন ইস্যুতে তিনি কখনো ঢাকায় কখনো বিদেশে সময় কাটাচ্ছেন। এতে করে তিনি সিলেটে আসছেন কম।

ভোটারদের সমস্যাসহ সুখ, দুঃখ শোনার সময় পাচ্ছেন না। এই অবস্থায় সিলেটে নিজের একটি কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় না গিয়ে এই কার্যালয়ে গেলে মন্ত্রীর নিয়োজিত লোকদের মাধ্যমে যোগাযোগ করা যাবে।