ঠিকানা অনলাইন : সিলেটে পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে পাঠিয়েছে।
৩ সেপ্টেম্বর শনিবার সকাল পৌনে নয়টায় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চারখাই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লুৎফুর রহমান ও তার স্ত্রী জেলি বেগম (৬০) ও ইউনুছ মিয়া (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার পথে দুজন মারা যান।
ঠিকানা/এনআই