সিলেট এমসি এন্ড গভ. কলেজ অ্যালামনাই : ভোটার হওয়ার শেষ দিন ২৫ এপ্রিল

ঠিকানা রিপোর্ট : সিলেট এমসি গভ. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২০ জুলাই। কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে। নিয়ম অনুযায়ী কার্যকরী পরিষদ নির্বাচনের ৪৫ দিন আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা এবং খসড়া তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে পর্যালোচনা এবং চূড়ান্ত করার পরিষদের নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে। ভোটার তালিকায় নাম নিবন্ধনের শেষ দিন আগামী ২৫ এপ্রিল। ওইদিন বিকেল ৫টার মধ্যে সংগঠনের সদস্য ফরম পূরণ করে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে সভাপতি অথবা সাধারণ সম্পাদকের অনুমোদন সাপেক্ষে সংগঠনের সদস্য হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, সবার সুবিধার জন্য ২৫ এপ্রিল ইস্ট এলমহার্স্টে নির্ধারিত ঠিকানায় বেলা ১টা থেকে বিকেল ৫টার মধ্যে উপস্থিত হয়ে নিবন্ধিত হওয়ার সুযোগ রাখা হয়েছে। সদস্য ফি ২ বছরের জন্য ২০ ডলার। আজীবন সদস্য ফি ৩০০, যুগল ৫০০ ডলার। পছন্দ অনুযায়ী জেল অ্যাকাউন্ট ব্যবহার করে পরিশোধ করা যাবে। সংগঠনের সভাপতি সফিক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু, মামুনুর রশীদ শিপু কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছেন।