ঠিকানা রিপোর্ট : সিলেট এমসি এবং গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথসভা ও বার্ষিক সাধারণ সভা গত ১৬ অক্টোবর রোববার জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সফিক উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু। সহযোগিতা করেন প্রচার সম্পাদক মামুনূর রশীদ শিপু।
আগামী ১৫ জানুয়ারি অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠান সফল করার জন্য যৌথসভা অনুষ্ঠিত হয়। একটি সফল অ্যালামনাই নাইট উপহার দেয়ার জন্য সভায় রূপরেখা তৈরি করা হয়। প্রত্যেকটি উপকমিটি পরবর্তী সভায় সংশ্লিষ্ট ভেন্ডারদের সঙ্গে কনফার্ম করে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করার পূর্ণ অনুমোদন দেয়া হয়। নেতৃবৃন্দ যে কয়টি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন, এর মধ্যে অনুষ্ঠানের ভেন্যু নির্ধারণ করা হয় কুইন্সের জয়া হল। স্পেশাল প্যাকেজ হিসেবে স্ট্যাম্প সাইজ ছবি সংবলিত ফটো অ্যালবামের জন্য ডিনার এবং দুই বছরের সদস্য চাঁদাসহ জনপ্রতি ৪৫ ডলার নির্ধারণ করা হয়। সাথে অতিরিক্ত প্রত্যেককে ২০ ডলার করে দেয়ার অনুরোধ করা হয়। ফটো অ্যালবাম হাফ পেইজের জন্য ১০০ ডলার এবং ফুল পেইজের জন্য ২০০ ডলার, আগে আসলে আগে দেয়া হবে ভিত্তিতে ম্যাগাজিনে প্রকাশ করা হবে। তাছাড়া চাঁদা বাবদ কার্যকরী পরিষদ সাধারণ সদস্যরা প্রত্যেকে ২০০ ডলার এবং প্রত্যেক সহ-সভাপতি, সম্পাদক, ট্রাস্টি এবং সভাপতিকে ৩০০ ডলার করে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জিল অ্যাকাউন্টে (সপমড়াঃপড়ষষবমব.ংুষযবঃ@মসধরষ.পড়স) পাঠানোর সিদ্ধান্ত হয়।
সভায় ট্রাস্টি বোর্ড সদস্য, বীর মুক্তিযুদ্ধা আব্দুল মুকিত চৌধুরী ২০০ ডলার এবং সহ-সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী ১০০ ডলার দিয়ে চাঁদা আদায়ের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। এছাড়া ট্রাস্টি সুফিয়ান খান ১০০০ ডলার অনুদান দেওয়ার ঘোষণা করেন। সহ-সভাপতি সাখাওয়াত আলী রাফেল ড্র প্রাইজ হিসেবে এক সপ্তাহ ভ্যাকেশন প্যাকেজ দেবেন বলে জানান।
সুফিয়ান খানের নেতৃত্বে ট্রাস্টি বোর্ডের সদস্যদের দিয়ে একটি ফান্ড রেইজিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। মধ্যাহ্ন ভোজের পর দ্বিতীয় পর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদক সংগঠনের গত এক বছরের কার্যক্রম উপস্থাপন করেন এবং সংগঠনের কোষাধ্যক্ষ গত একবছরের আয়-ব্যয়ের হিসাব এবং আগামী বছরের বাজেট পেশ করেন।
সভাপতি গঠনতন্ত্রের যে সমস্ত বিষয় কার্যকরী কমিটি কর্তৃক ইতিমধ্যে সংশোধিত হয়েছে তা পড়ে শোনান এবং নেতৃবৃন্দ কয়েকটি ধারার ওপর আলোচনা শেষে গঠনতন্ত্র সংশোধনী উপকমিটির সদস্যদের প্রশ্ন উত্তর শেষে সংশোধন সংযোজন করার পর কার্যকরী কমিটির সদস্য, ট্রাস্টি ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুমোদিত হয়।
সভার সমাপ্তি ঘোষণার পূর্বে আব্দুল মুকিত চৌধুরী বর্তমান কার্যকরী পরিষদকে একটি সফল যৌথ এবং সাধারণ সভার আয়োজন করার জন্য ট্রাস্টিবোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানান।