ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগের জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে গত ১৬ এপ্রিল রোববার নিউইয়র্কের জয়া পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে ইফতার মাহফিল সিলেটের প্রবাসী বিএনপি পরিবারের এক মিলনমেলায় পরিণত হয়।
দোয়া মাহফিলে দলের চেয়ারপরসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়।
বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনুর সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে নিউইয়র্ক ও নিউজার্সির সিলেট বিভাগের বিএনপি পরিবারের প্রায় দুই শতাধিক নেতাকর্মী যোগদান করেন।
জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক আব্দুল বাতিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গওয়র চৌধুরী কিনু, সালেহ আহমদ চৌধুরী, এবাদ চৌধুরী, ফারুক চৌধুরী, সৈয়দ জুবায়ের আলী, আলাউর খন্দকার, আহবাব চৌধুরী, ফয়েজ চৌধুরী, হোসেইন পাঠান, মওদুদ পাশা, শরীফুল খালিসদার, খালেদ আহমদ, আতিকুল হক আহাদ, মিজানুর রহমান মিজান, সাইফুর খান হারুন, আব্দুল হাকিম, কয়েস আহমদ চৌধুরী, সোয়েব আহমদ, খলকুর রহমান, বিলাল আহমেদ চৌধুরী, আব্দুর রহিম, আসাদ মুরাদ তালুকদার , ইঞ্জিনিয়ার সায়েম আহমদ, জাবেদ উদ্দিন, কয়সর আহমদ, মাজহারুল ইসলাম জনি, মেহবুব খান, মোহাম্মদ আলী রাজা, সৈয়দ এনাম আহমদ, আব্দুর রব কাউসার, মোঃ আলী মিলন, হাসান আহমেদ, সোহাগ আফসার, সৈয়দ গউসুল হোসেন, লিয়াকত আলী, শাহ কামাল উদ্দিন, আজাদুর রহমান, জাবেদ আহমদ, রিপন মিয়া, খলিলুর রহমান, তোফায়েল আহমদ, ফাহিম শাকিল অপু, মোঃ শেহেরুজ্জামান , হাফেজ শাহবাজ আহমেদ, ফরিদ খন্দকার, জহির খান, তানভীর চৌধুরী, মুজিবুর রহমান, রুহুল রকি ও নাজিম চৌধুরী রিন্কু।