

ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক, বিএনপি নেতা এম এ বাতিনকে সিলেট জেলা বিএনপির নতুন কমিটিতে সিলেট জেলা বিএনপির নতুন কমিটিতে উপদেষ্টা করা হয়েছে। গত ১৯ মার্চ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বিভিন্ন পদে ১৫১ জন এবং উপদেষ্টা করা হয়েছে ৯১ জনকে।

এদিকে উপদেষ্টা মনোনীত হওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপি, স্টেট বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
উভয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
