সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম, সম্পাদক এমদাদ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব বিজয়ী হয়েছেন। ১০ মার্চ শুক্রবার রাতে ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, সিলেট মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ভোটার ছিলেন ১ হাজার ৯১৭ জন।

শুক্রবার মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা ভোট প্রদান করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকাশিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ১ হাজার ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মহানগর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ১ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ সাফেক মাহবুব ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।

এর আগে ২০১৬ সালের ৭ জানুয়ারি সিলেট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় সাত বছর পর শুক্রবার সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হলো।

ঠিকানা/এনআই