সিলেট মহানগর যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

সিলেট : মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়ে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে গত ১২, শনিবার, এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সিলেট ক্বীন ব্রিজ থেকে শুরু হয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে এক সমাবেশের পর শেষ হয়।
সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার ধারাবাহিকতায় যুক্ত হয়েছে আরো একটি অনন্য মাইলফলক। মহাকাশ জয়ের স্বপ্ন এবং বাস্তবায়নের সব কৃতিত্ব ডিজিটাল বাংলাদেশের রূপকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ডিজিটাল বাংলাদেশ আজ শুধু কথার কথা নয়, বাংলাদেশে আজ প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল বিপ্লব ঘটেছে। বিশ্বের ৫৭তম রাষ্ট্র হিসেবে এ ঐতিহাসিক অর্জন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম আহমদ, আনিসুজ্জামান আনিস, রাহেল আহমদ চৌধুরী, লাহিন আহমদ, ইমামুর রহমান লিটন, সাইদুর রহমান, মুরাদ আহমদ মুরন, হোসেন আহমদ বাবু প্রমুখ।