ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্র ২০২৩-২০২৪ কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) প্রোগ্রামের জন্য আবেদনের আহ্বান জানিয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জ প্রোগ্রামটি বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের (১৮ থেকে ২৫ বছর বয়সী) মার্কিন কমিউনিটি কলেজে অধ্যয়ন করার জন্য এক শিক্ষাবর্ষ কাটানোর জন্য বৃত্তি প্রদান করে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই আবেদন আহ্বান করছে। এই প্রোগ্রাম সম্পর্কে বলা হয়:
শিক্ষাবিদ : শিক্ষার্থীরা তাদের নির্বাচিত অধ্যয়নের ক্ষেত্রে একটি মার্কিন কমিউনিটি কলেজে এক বছরের একাডেমিক কোর্সওয়ার্ক সম্পূর্ণ করবে এবং পেশাদার সার্টিফিকেট অর্জন করতে পারে। সেবা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা স্থানীয় কমিউনিটি সেবা কার্যক্রমে অংশগ্রহণ করবে। ইন্টার্নশিপের বেলায় প্রোগ্রামে শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান, ব্যবসা এবং কোম্পানিতে কাজ করার মাধ্যমে পেশাদার অভিজ্ঞতা অর্জন করবে। সাংস্কৃতিক বিনিময়ের জন্য বলা হয়েছে, শিক্ষার্থীরা আমেরিকান সংস্কৃতি সম্পর্কে শিখবে, জানবে এবং প্রদর্শনী, পারফরম্যান্সের মতো কার্যকলাপের মাধ্যমে তাদের সংস্কৃতি শেয়ার করবে। লিডারশিপ প্রোগ্রামের ক্ষেত্রে প্রতিফলন এবং লক্ষ্য নির্ধারণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে সিসিআই নেতৃত্ব প্রোগ্রামিং কার্যক্রমের মাধ্যমে ছাত্ররা তাদের নেতৃত্বের ক্ষমতা বাড়াবে। অ্যাকশন প্ল্যানিংয়ের অধীনে শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন, শিক্ষার্থীরা বাংলাদেশে ফিরে আসার পর তাদের নিজ নিজ সম্প্রদায়ে ইতিবাচক পরিবর্তন আনতে একটি অ্যাকশন প্রজেক্ট, পোর্টফোলিও বা কমিউনিটি আউটরিচ প্ল্যান তৈরি করবে।
২০২৩-২০২৪ প্রোগ্রামটি সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজগুলোতে কৃষি, প্রকৌশল, ব্যবসা ব্যবস্থাপনা/প্রশাসন, প্রাথমিক শৈশব শিক্ষা, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, সামাজিক পরিষেবা, স্বাস্থ্য, জননিরাপত্তা, পর্যটন এবং আতিথেয়তার ক্ষেত্রে একাডেমিক নির্দেশনা প্রদান করে। ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীরা তাদের অধ্যয়নের ক্ষেত্রে একটি একাডেমিক সার্টিফিকেট অর্জন করতে পারে এবং তাদের অধ্যয়নের ক্ষেত্রে ইন্টার্নশিপের মাধ্যমে প্রথম হাতের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে, এটি ডিগ্রি প্রোগ্রাম নয়। শিক্ষার্থীরা দুই সেমিস্টারের জন্য সম্পূর্ণ ক্রেডিট অর্জন করবে।
ন্যূনতম অংশগ্রহণের প্রয়োজনীয়তা : একজন নাগরিক এবং বাংলাদেশের জারি করা একটি বৈধ পাসপোর্ট রাখার যোগ্যতা রয়েছে। বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। ১ জুলাই ২০২৩ এর মধ্যে ১৮ বছর বা তার বেশি বয়সী।
সফলভাবে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করেছেন। আবেদনকারীর অধ্যয়নের ক্ষেত্রে মার্কিন ব্যাচেলর ডিগ্রি বা উচ্চতর দিকে তিন বছরের সমতুল্য পূর্ণ করেননি। মাধ্যমিক-পরবর্তী শিক্ষাবিহীন মনোনীত ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
ন্যূনতম টোফেল স্কোর ৪২০ (আইএলটিএস স্কোর ৫.০) দ্বারা প্রদর্শিত ইংরেজি ভাষার প্রাথমিক কাজের জ্ঞান রয়েছে। প্রোগ্রামটি শেষ করার পরে এবং জে-ভিসা দুই বছরের আবাসিক প্রয়োজনীয়তা সন্তুষ্ট করার পরে তাদের দেশে ফিরে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই ২০২৩-এ মার্কিন যুক্তরাষ্ট্রে একাডেমিক বিনিময় প্রোগ্রাম শুরু করতে সক্ষম।
আবেদনের শেষ তারিখ এবং কীভাবে আবেদন করবেন : ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার, বিকাল সাড়ে ৪টায় আবেদনপত্র জমা দিতে হবে। (বাংলাদেশ মান সময়)। অনলাইনে আবেদন করা যাবে, পাশাপাশি কাগজের আবেদনপত্র ড্রপ করা যাবে।