সুইসদের বিধ্বস্ত করে কোয়ার্টারে পর্তুগাল

ঠিকানা অনলাইন : কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল পর্তুগাল। তরুণ গনসালো রামোসের হ্যাটট্রিকে সুইসদের ৬-১ গোলে উড়িয়ে আসরটির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সান্তোসের শিষ্যরা। ২১ শতকে মাত্র দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে ৬ গোল করল পর্তুগাল। সর্বশেষ এই কীর্তি গড়েছিল ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে জার্মানি (৭-১)। ৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে লুসাইল সেন্টডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে শুরু থেকে বলের দখল ও আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে এদিন মাঠে নামে পর্তুগাল। ২০০৮ সাল ও ৩১ ম্যাচ পর দলের প্রথম একাদশে নেই তিনি।

তবে তারকা এ ফুটবলারের অভাব বুঝতে দেয়নি দলটি। ম্যাচের ১৭তম মিনিটে অসাধারণ এক গোলে পর্তুগালকে এগিয়ে দেন বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পাওয়া গনসালো রামোস। থ্রো থেকে বল পেয়ে রামোসের দিকে পাস দেন হোয়াও ফেলিক্স। বল পেয়ে দুরূহ কোন দিয়ে জোরাল শটে গোলটি করেন বেনফিকার ফরোয়ার্ড। ২১ বছর ১৬৯ দিনে গোল করলেন রামোস। যা পর্তুগালের হয়ে বিশ্বকাপে নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড।

ঠিকানা/এম