ঠিকানা অনলাইন : সংঘাত কবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন আরও ১৭৬ বাংলাদেশি। বৃহস্পতিবারের মধ্যেই আরও অন্তত ৫শ জন সৌদিতে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
যুদ্ধ কবলিত সুদানে আটকে থাকার পর সেখান থেকে সৌদি আরবের জেদ্দায় পৌঁছালেন আরও ১৭৬ বাংলাদেশি। সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বুধবার স্থানীয় সময় বিকেলে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় সুদান থেকে আসা বাংলাদেশিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
এদিকে, বুধবার স্থানীয় সময় রাতে বদর এয়ারলাইন্সের আরও দুটি ফ্লাইটে প্রায় ৪শ যাত্রী জেদ্দা পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তারা।
এর আগে, গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন বাংলাদেশে পৌঁছান।
সুদানে প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশি নাগরিক বসবাস করছিলেন। এর মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন, সৌদি আরবের সহযোগিতায় পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
ঠিকানা/এসআর