সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম

সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর ও খরচার হাওরে ৮টি বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিল প্রদান বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে। সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া গত ২৪ মার্চ সদর উপজেলার কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল সিদ্দিকীকে বিল স্থগিত রাখতে চিঠি দিয়েছেন।

অভিযুক্ত পিআইসিগুলো (প্রকল্প বাস্তবায়ন কমিটি) হলো, দেখার হাওরের পিআইসি নং ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ মোট ৬টি ও জোয়াল ভাঙা হাওরের পিআইসি নং- ৪৩ ও ৪৬। এসব পিআইসির বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে পৃথক অভিযোগ করেছেন স্থানীয় হাওরপাড়ের কৃষকরা।

অভিযোগের বিষয়ে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল সিদ্দিকীর কাছ থেকে সঠিক ব্যাখ্যা না পাওয়ায় এসব প্রকল্পের বিল প্রদানে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, অভিযোগ ছিল জোয়াল ভাঙা হাওরের ৪৩নং ৪৬নং পিআইসি কাজ করছেন দেখার হাওরে। পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ করেছেন স্মৃতিরত দাস ও সাহাবুদ্দিন আহমদ।

পাশাপাশি অভিযোগ ছিল বোরো ফসল রক্ষার নামে সদর উপজেলার দেখার হাওরে ৬টি অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করে সরকারি অর্থ অপচয় ও লুটপাট করা হচ্ছে। গত ৮ মার্চ পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ করেন মোল্লাপাড়া ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা কমরুছ আলী।

পৃথক দুটি অভিযোগের বিষয়ে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল সিদ্দিকীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তিনি দেখার হাওরের ৬টি প্রকল্পের অভিযোগের ব্যাখ্যা প্রদান করেন। ব্যাখ্যায় গরমিল থাকায় পুনরায় ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু তিনি আর ব্যাখ্যা প্রদান করেননি। এ ছাড়া জোয়াল ভাঙা হাওরে অভিযোগের কোনো ব্যাখ্যাই দেননি তিনি। তাই ওই প্রকল্পগুলোর অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিল প্রদান বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া চিঠি প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেখার হাওরের ৬টি ও জোয়াল ভাঙা হাওরের ২টি প্রকল্প বাস্তবায়নে অভিযোগ পাওয়া গেছে। এসব প্রকল্পের বিষয়ে সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল সিদ্দিকীর কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করেননি। তাই অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর্থিক কার্যক্রম স্থগিত রাখার জন্য অনুরোধ করা হয়েছে।