আটলান্টা থেকে নিজস্ব প্রতিনিধি : ১৫ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের প্রবাসী আটলান্টাবাসীরা সুরের ঝর্ণাধারায় অবগাহণ করলেন। ঐদিন সন্ধ্যায় লীলাবতী সংগীত নিকেতনের উদ্যোগে মেট্রো আটলান্টার ডোরাভিল সিভিক সেন্টারে অনুষ্ঠিত রবীন্দ্র -নজরুল সন্ধ্যায় সংগীত শিল্পী চন্দ্রশেখর দত্ত রবীন্দ্র সংগীত ও তাসলিমা সুলতানা পলি নজরুল সংগীত পরিবেশন করেন। নন্দিত সঞ্চালক ফারাহ মোয়াজ্জেম চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শিল্পীদ্বয়কে শুভেচ্ছায় সিক্ত করেন তাহমিদ রহমান, অশোক সরকার ও দীপাংক দত্ত।
অনুষ্ঠানে বাংলাদেশের বেতার ও টেলিভিশন শিল্পী,জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার প্রাক্তন সংগঠক, লীলাবতী সংগীত নিকেতনের পরিচালক প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী চন্দ্রশেখর দত্ত ও বাংলাদেশের ছায়ানট থেকে নজরুল সংগীতে গ্র্যাজুয়েট, নজরুল সংগীত প্রশিক্ষক ও নজরুল সংগীত শিল্পী তাসলিমা সুলতানা পলির সুরের মূর্ছনায় মোহাবিষ্ট হয়ে পড়েন মিলনায়তন ভর্তি উপস্থিত শ্রোতারা। শিল্পীদ্বয়ের দ্বৈত সংগীত পরিবেশনের মাধ্যমে সংগীত সন্ধ্যার শুভ সূচনা হয়।
এরপর প্রায় আড়াই ঘণ্টা ধরে শিল্পীদ্বয় সুরের মায়াজালে বেঁধে রাখেন মিলনায়তনে উপস্থিত বিশুদ্ধ সংগীতের শ্রোতাকূলকে। সমগ্র অনুষ্ঠানে শ্রোতাদের বাড়তি পাওনা ছিল শিল্পীদ্বয়কে সহায়তাকারী যন্ত্রশিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। শিল্পীদেরকে তবলায় সহায়তা করেন সুমন রুদ্র ও ব্যাসদেব সাহা,কী বোর্ড ও বেহালায় অমিতাভ সেন, গিটারে সুরজিত বন্দ্যোপাধ্যায় ও সাবা সরোয়ার, কী বোর্ডে তাপস সরকার। এছাড়া শব্দ যন্ত্র সমন্বয় ও নিয়ন্ত্রণে মুন্সিয়ানা দেখিয়েছেন আজিজুল হক এবং তাঁকে যোগ্য সহযোগিতা দেন মারুফ মাহবুব। রুখসানা হকের সামগ্রিক ব্যবস্থাপনা সুধীজনের প্রশংসা কুড়ায়।
ঐদিনের শারদ সন্ধ্যায় বিপুল সংখ্যক সংগীত পিয়াসী সঙ্গীতানুষ্ঠানটি উপভোগ করে পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে মিলনায়তন ত্যাগ করেন। শারদোৎসবের আবহের মধ্যে এই মনোজ্ঞ সংগীত সন্ধ্যা ছিল প্রবাসী আটলান্টাবাসীর কাছে যেন এক অগ্রিম শারদ উপহার।