আহম্মদ হোসেন বাবু :
ট্রেনে খোলা জানালার পাশে, বাঁকা চোখে হাসিমুখ
সেদিনেই হারিয়েছি আমি, কী যে সুখ! কী যে সুখ!
দুটি জীবনের প্রাণ, মিলনের মোহনায় প্রেম
আত্মার ডানা মেলে, আমরাও উড়তে ছিলেম!
অবিনয়ী বাতাসেরা বলে গেল, প্রেমময় হবে
বৃক্ষকে গেল বলে, চঞ্চল প্রেমে সাথে রবে।
সেদিনের মাহেন্দ্রক্ষণে, তুমি আমি একাকার
ঈশ্বর বলে যায়, এই প্রেম হোক বারবার,
উজ্জ্বল হতে যদি চাও
সূর্যের দিকে ফিরে চাও।
আত্মার জন্যই পৃথিবীর এত আয়োজন
তারাভরা রাতে প্রেমে দেবদূতের অভিবাদন।
ঈশ্বর স্বর্গকে, পূর্ণতা করে দান জানি
আমাদের জীবনকে প্রেমে করে পূর্ণ, সে মানি।
বাতাস না পেলে, শ্বাসরোধে মরে যায় যে মানুষ
প্রেমহীন আত্মার, থাকে না তো আর কোনো হুঁশ।
শারীরিক প্রেম, সে তো মৃত্যুতে হয়ে যায় ক্ষয়
আত্মায় হলে প্রেম, কোনো দিন নেই পরাজয়,
উজ্জ্বল হতে যদি চাও
সূর্যের দিকে ফিরে চাও ॥