বিশ্বচরাচর ডেস্ক : ফিলিস্তিনের সমাজকর্মী আহেদ তামিমিকে আট মাসের কারাদ- দিয়েছেন ইসরাইলের সেনা আদালত। গত বছরের শেষের দিকে ইসরাইলি সেনাদের থাপ্পড় মারার অভিযোগে তাকে এ সাজার সুপারিশ করেন সেনা কৌঁসুলিরা। খবর বিবিসির।
গত বছরের ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিওতে ইসরাইলি দুই সেনাসদস্যকে থাপ্পড় দিতে দেখা যায়। আহেদ তামিমি তার বাড়ির পাশে ইসরাইলি এ সেনাদের থাপ্পড় মারেন। তখন ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং এর পরই তামিমিকে আটক করে ইসরাইলি সেনারা। গত ২১ মার্চ রামাল্লার কাছে অবস্থিত সেনা আদালতে তামিমির বিরুদ্ধে শুনানির সময় এ প্রস্তাব দেন সেনাপক্ষের আইনজীবীরা। এ ঘটনার বিচার নিয়ে বিশ্বের নজর রয়েছে। তামিমির বিপক্ষে মোট ১২টি অভিযোগের চারটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আহেদ তামিমির আইনজীবী গ্যাবি লাস্কি।
এ ঘটনায় তামিমি বলেন, সেখানে কোনো বিচার নেই এবং এ আদালত অবৈধ। তামিমির বাবা বাসেম তামিমির বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ মাধ্যমগুলো। দুই সেনাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় আহেদকে সেনাদের কর্মকা-ে বাধা দেওয়া এবং উসকানি দেওয়ার অভিযোগে দোষীসাব্যস্ত করা হয়েছে। আহেদ গত ডিসেম্বর থেকে তিন মাস জেলে রয়েছেন।