সেই দিনগুলো মনে নেই

দেওয়ান নাসের রাজা :

বহু মানুষ অন্ধ-হৃদয় পূজারি
দেশের কথা বললে ভীষণ রাগ করেন
কত জনের অপুষ্টিতে দিন কাটে
এসব দেখার সময় কোথায়, সময় নেই।

এখন যত বড় বড় গপ করেন
এখন দামি মার্সিডিজে তাই চড়েন
তাহার বাবা দিনমজুর এই গ্রামের
এই কাহিনি একটুও মনে নেই।

যেদিন গেল ক্ষুধার্ত, খুব কষ্টের
নীরন্ধ্র রাত, রাতের চোখে ঘুম নেই
গহন বেলায় স্বপ্নে কি তাই ভেবেছেন
এক পুরুষে হাজার কোটি পকেটে!

না-খাওয়া সেই দিনগুলোও মনে নেই
এখন শস্যের দাম বাড়লেই ক্ষতি কী
অন্ধকার হচ্ছে গাঢ় কেবলই
সাধারণের-
কষ্ট করে বেঁচে থাকার অর্থ নেই।