সৈয়দ মামুনুর রশীদ :
বৃষ্টি নয়, পাতা থেকে শিশির ঝরছে
পথের কিনারায় ছোট্ট লেকের জলে।
শীতের বিবর্ণ বনে গাছের জীর্ণ শাখারা দুলছে
জেগে ওঠা নতুন কুড়ির স্পন্দিত শিহরণে।
পদচারণে যে মাটিকে মনে হতো
পাইনগাছের খসখসে ছাল
সে মৃত্তিকা এখন মখমলে সবুজ গালিচা!
কাঠবিড়ালির বক্র লেজের দোলন খেয়ে
বসন্ত বুঝি গাছের ডালে মাটির কোলে
রঙিন চাদর দিয়েছে বিছিয়ে।
এত রং মাখানো পাহাড়ি পথ!
এত জল বিছানো অদূরের নদী,
লেকের ওপারে এই সেই বেঞ্চিটিও বিদ্যমান
কল্পনার রং জড়ানো যুগল প্রেমের উপাখ্যানে।
বৃষ্টিতে ভিজে সূর্যের আলোয় স্নাত হয়,
শুষ্ক হয় শীতের হিমেল বাতাসে,
তুষারঝড়ে কালো বেঞ্চিটিও শ্বেতশুভ্রতায়
সেজে উঠতে পারে বছরে অন্তত একবার।
তিলোত্তমা বসন্ত তোমাকে স্বাগত
সৌন্দর্যের স্বপ্নালোকে যেখানে বারবার আসো
সেই বিবর্ণ অরণ্যে বাড়ির প্রাঙ্গণে।