সেঞ্চুরিয়ানের অগ্রগতি তিন বাংলাদেশি

স্পোর্টস রিপোর্ট : হ্যামিল্টনে ইনিংস ও ৫২ রানের বিশাল ব্যবধানে হারের বদৌলতে বাংলাদেশের প্রাপ্তির খাতাটা একেবারে শূন্যই বলা যায়। তবে, সুসংবাদ পেয়েছেন তিন বাংলাদেশি সেঞ্চুরিয়ান, তামিম ইকবাল, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি হয়েছে তাদের।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন তামিম ইকবাল খান। দুই ইনিংসে যথাক্রমে ১২৬ ও ৭৪ রান করা এই ব্যাটসম্যান ১১ ধাপ এগিয়ে এখন চলে এসেছেন ২৫তম স্থানে। এরপরেই আছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ২৮তম অবস্থানে আছেন তিনি। যদিও, আঙুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে নেই তিনি।

দু’দিন আগেই শেষ হওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৩৫ রানের অতিমানবীয় এক জুটি গড়েন সৌম্য সরকার ও দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুু’জনই পেয়েছেন সেঞ্চুরি। সৌম্য ১৪৯ ও রিয়াদ ১৪৬ রান করেন। এর মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় র‌্যাংকিংয়ে এগিয়েছেন সৌম্য। তিন ২৫ ধাপ এগিয়ে ৬৭-তে চলে এসেছেন। অন্য দিকে টানা তিনটি টেস্ট সিরিজে সেঞ্চুরি পাওয়া রিয়াদ ১২ ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন ৪০।

বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম আছেন ৩২ নম্বরে। যদিও, হ্যামিল্টন টেস্টে খেলেননি তিনি। অন্য দিকে দুই ইনিংসেই ব্যর্থ মুমিনুল হক ৩৫তম অবস্থানে আছেন।

অনুমিতভাবেই সুখবর আছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের জন্যও। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন নিলো ওয়াগনার। প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে দু’টি উইকেট পাওয়া এই পেসার বোলারদের র‌্যাংকিংয়ে ১১তম অবস্থানে চলে এসেছেন।

সেরা ১০ বোলারদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের দুই পেসার। তারা হলেন ট্রেন্ট বোল্ট ও টিম সৌদি। সৌদির অবস্থান নবম। অন্য দিকে বোল্ট আছেন অষ্টম অবস্থানে। হ্যামিল্টন টেস্টের পর দুই ধাপ নিচে নেমেছেন তিনি।

একমাত্র ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৭১৫ রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। ফলে, ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে পরিবর্তনটাও ছিল লক্ষণীয়। ব্যাটসম্যানদের মধ্যে ১১-তে এসেছেন টম ল্যাথাম। বাংলাদেশের বিপক্ষে একমাত্র ইনিংসে তিনি করেন ১৬১ রান। বড় অগ্রগতি হয়েছে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া জিত রাভালের। পাঁচ ধাপ এগিয়ে এই ওপেনার চলে এসেছেন ৩৩তম অবস্থানে।

অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমও এগিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ৫৩ বলে ৭৬ রানের ঝড়ো এক ইনিংস খেলার সুবাদে তিনি এখন ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ৬০-এ আছেন। তিনি এগিয়েছেন ছয় ধাপ। সেরা দশে ব্যাটসম্যানদের মধ্যে আছেন দুই বø্যাক ক্যাপ ক্রিকেটার। দুই-এ আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও সাতে আছেন হেনরি নিকোলস।

টেস্ট না খেলেও অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। সাকিবের রেটিং পয়েন্ট ৪০৭। রেটিং পয়েন্টের দিক থেকে সাকিবের চেয়ে ৩৩ পয়েন্ট এগিয়ে আছেন হোল্ডার। আর ৩৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। এর আগে ওয়ানডেতেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। আগামী আট মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ, ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে।