ঠিকানা অনলাইন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ২১ সেপ্টেম্বর (বুধবার) রাশিয়ায় আংশিক সামরিক সংহতির ঘোষণা দিয়েছেন। ইউক্রেনে মস্কোর আগ্রাসন অব্যাহত থাকায় দেশের জনগণ ও অর্থনীতিকে যুদ্ধকালীন পর্যায়ে নিয়ে যেতে তিনি এই ঘোষণা দেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আগের রেকর্ড করা একটি ঘোষণায় পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায়। রয়টার্সের এক প্রতিবেদনে তিনি দাবি করেন, পশ্চিমারা ইউক্রেনের জনগণকে কামানের লক্ষ্যবস্তুতে পরিণত করার চেষ্টা করেছে। তিনি রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধ শুরু করার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জল্পনা শুরু হয়েছিল- পুতিন রাশিয়ার অর্থনীতি এবং সমাজের সম্পূর্ণ বা আংশিক গতিশীলতার ঘোষণা করতে পারেন। তিনি যুদ্ধের বয়সের রাশিয়ান পুরুষদের সম্ভাব্য যোগদানের পথ প্রশস্ত করতে চাচ্ছেন।
ইউক্রেনের অধিকৃত এলাকায় মস্কো-স্থাপিত কর্মকর্তারা রাশিয়ায় যোগদানের বিষয়ে অবিলম্বে গণভোট করার পরিকল্পনা ঘোষণা করেছে। ভোটগুলো এই সপ্তাহান্তে ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াতে অনুষ্ঠিত হতে চলছে। ফলগুলো রাশিয়ায় যোগদানের পক্ষে কারচুপি হবে বলে আশা করা হচ্ছে। যাতে ক্রেমলিন মিথ্যা ভাবে নিজের এলাকা ও নাগরিকদের রক্ষা করছে বলে দাবি করতে সক্ষম হবে।
ইউক্রেন ও তার পশ্চিমা মিত্র দেশগুলো এই ধরনের ভোট আয়োজনের পরিকল্পনাকে ব্যাপক নিন্দা করেছে। তারা ব্যালট এবং ইউক্রেনকে আরও সংযুক্ত করার প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে না।
ঠিকানা/এসআর