কক্সাজার : টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের নামে ইয়াবার ব্যবসা জমিয়ে তুলেছে একটি চক্র। তারা পর্যটকদের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করছে। এ ছাড়া পর্যটকদের কাছে সরাসরি ইয়াবা বিক্রিও করছে চক্রটি। সম্প্রতি পর্যটকবাহী গাড়ি থেকে ইয়াবার বেশ কয়েকটি বড় চালান ধরা পড়ার পর বিষয়টি সামনে আসে।
পুলিশ জানায়, পর্যটন মৌসুমকে কাজে লাগিয়ে সেন্টমার্টিনকেন্দ্রিক একটি চক্র ইয়াবা পাচারে পর্যটকদের কাজে লাগানোর চেষ্টা করছে।
দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা আবাসিক হোটেল-মোটেলের কর্মকর্তা-কর্মচারীরা এই চক্রটির সঙ্গে জড়িত। সেন্টমার্টিন ভ্রমণ শেষে ফেরার পথে ৯ ফেব্রæয়ারি চট্টগামে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা বড়িসহ ছয়জনকে আটক করে র্যাব। পাচারকারীরা ভ্রমণ শেষে যাওয়ার সময় চালানটি নিয়ে যাচ্ছিল। এর আগে টেকনাফ বাহারছড়ার মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী গাড়ি থেকে ৮ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। খোঁজ নিয়ে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপে নতুন করে ১০-১২ জনের একটি চক্র ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তাদের সহায়তা করছে কিছু রোহিঙ্গা।