সেন্ট্রাল পার্কে ডাকাতির চেষ্টাকালে ৩ টিন গ্রেপ্তার

ঠিকানা রিপোর্ট: সেন্ট্রাল পার্কে একটি ব্যক্তির মুখে ঘুষি মারার দায়ে এবং ডাকাতির চেষ্টাকালে ক্রিস্টিয়ান পাউলট্রে, টাজজওয়াউন হাঘস এবং লেসী হাওয়ার্ড নামের ৩ যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। ২০ অক্টোবর পুলিশ কর্মকর্তাগণ জানান, ১৭ বছর বয়সী পাউলট্রে, একই বয়সী হাঘস এবং ১৬ বছর বয়সী হাওয়ার্ড সেন্ট্রাল পার্কের ৫৯ এবং ৬০ স্ট্রীটের মাঝে ওয়েস্ট ড্রাইভে পথচারিকে চুতর্দিক থেকে পরিবেস্টন করে ফেলে ও ডাকাতির চেষ্টা চালায়। পুলিশ আরও জানান, প্রথমে ১৬ বছর বয়সী হাওয়ার্ড ৫৮ বছর বয়সী পথচারীকে ধাক্কা দেয় এবং তার নিকট সব কিছু দাবি করে। পথচারী দৌড়াতে চেষ্টা করলে হাওয়ার্ড লোকটির মুখে আঘাত করে। এ সময় একজন টিন লোকটিকে লাথি মারে। দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যে পুলিশ অপরাধী ৩ যুবককে গ্রেপ্তারে সক্ষম হন এবং তাদের বিরুদ্ধে ডাকাতি প্রচেষ্টা ও মারধরের অভিযোগ আনয়ন করে। অভিযোগ গঠনের পর তাদেরকে অভিভাবকদের তত্ত্বাবধানে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেয়া হয়।