সেপ্টেম্বরে চালু হচ্ছে মক্কা-মদিনার মধ্যে দ্রুতগামী রেল

বিশ্বচরাচর ডেস্ক : সৌদি আরবের দুই গুরুত্বপূর্ণ শহর মক্কা ও মদিনার মধ্যে আগামী সেপ্টেম্বর থেকেই দ্রুতগতির রেল যোগাযোগ চালু হচ্ছে বলে গত ১৭ মে জানিয়েছে প্রকল্পটির সঙ্গে জড়িত স্প্যানিশ কনসোর্টিয়ামটি। খবর এএফপি।
ইসলামের পবিত্র দুটি শহর হিসেবে স্বীকৃত মক্কা ও মদিনার মধ্যে সংযুক্তকারী এ রেললাইনটি ২০১৬ সালের শেষ নাগাদ চালু হওয়ার কথা ছিল। কিন্তু ব্যয় বেড়ে যাওয়ায় তা বিলম্বিত হয়। রেললাইনটি নির্মাণে ২১ কোটি ইউরো অতিরিক্ত পরিশোধে সৌদি আরব সম্মত হওয়ায় জটিলতা শেষ হয়।
আল শৌলা কনসোর্টিয়াম এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে সপ্তাহপ্রতি চারটি ট্রেন চালু হবে। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতিদিনকার সেবা চালু হবে।
বার্ষিক হজ মৌসুমে দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ২০১১ সালে ৬৭০ কোটি ডলার মূল্যের চুক্তিটি কনসোর্টিয়ামটির হাতে তুলে দিয়েছিল সৌদি আরব। প্রকল্পটিতে শুরু থেকে কাজ করে যাচ্ছে ১২টি কোম্পানির সমন্বয়ে গঠিত স্প্যানিশ কনসোর্টিয়াম ও দুটি সৌদি কোম্পানি।
প্রকল্পের মাধ্যমে মক্কা ও মদিনার মধ্যে ৪৪৪ কিলোমিটার (২৭৫ মাইল) দীর্ঘ রেললাইন স্থাপন করা হচ্ছে। স্প্যানিশ কনসোর্টিয়ামটি ৩৫টি ট্রেন সরবরাহ করার পাশাপাশি আগামী ১২ বছর লাইনটি ব্যবস্থাপনার দায়িত্বও গ্রহণ করেছে।
রেললাইনটির কাজ পুরোপুরি শেষ হলে প্রতিদিন ১ লাখ ৬৬ হাজার যাত্রী আসা-যাওয়া করতে সক্ষম হবে।
কিন্তু প্রকল্পটি বাস্তবায়নে বেশ কয়েকটি জটিলতার সৃষ্টি হয়েছে। ব্যয় বেড়ে যাওয়ায় তা কোন কোম্পানি পরিশোধ করবেÑ সেটি নির্ধারণে কনসোর্টিয়াম সদস্যদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে।
এ ছাড়া মরুভূমির মধ্যে রেললাইনটি নির্মাণ করতে গিয়ে বালুঝড় ও বালিয়াড়ির মুখোমুখি হতে হয়েছে প্রকল্পসংশ্লিষ্টদের, যা প্রকল্পটি যথা সময়ে সম্পন্ন করতে বাধাগ্রস্ত করেছে।
স্প্যানিশ দৈনিক এল মান্ডো গত ১৭ মে এক প্রতিবেদনে জানায়, গত মাসে স্পেন সফর করে মতবিরোধ নিরসন ও প্রকল্প সম্পূর্ণ করতে বিলম্বের ইতি ঘটাতে ‘মূল’ ভূমিকা পালন করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।