সেমিটিজম বিরোধী হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি

ঠিকানা রিপোর্ট: ব্রুকলীনের বিখ্যাত সিনাগগ কিংসওয়ে জুইশ সেন্টার পরিদর্শনকালে সেমিবিরোধী হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মেয়র বিল ডি ব্লাসিয়ো। ১৬ ফেব্রুয়ারি সেন্টারে সমবেতদের উদ্দেশ্যে মেয়র ডি ব্লাসিয়ো বলেন, অ্যান্টি-সেমিটিজমের বিরুদ্ধে ইতোমধ্যে লড়াই শুরু করেছি।
মূলত চলতি বছরের প্রথম দিক থেকে নিউ ইয়র্ক সিটিতে সেমিটিম বিরোধী হামলা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই ভীতসন্ত্রস্ত ইহুদীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য মেয়র সিনাগগ পরিদর্শনে যান এবং সেমিটিজম বিরোধী হামলার বিরুদ্ধে প্রশাসনের শক্ত অবস্থান তুলে ধরেন। তবে অ্যান্টি-সেমিটিক মন্তব্যের জন্য কংগ্রেসঔম্যান ইউএস রিপ্রেজেনটেটিভ ইলহাম ওমরের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার উল্লেখ না করায় ডি ব্লাসিয়োর প্রতি অনেকেই অসন্তুষ্ট হয়েছেন।
ডি ব্লাসিয়ো বলেন, নিউ ইয়র্ক সিটিসহ সমগ্র আমেরিকা তথা সারাবিশ্বে সেমিটিজম বিরোধী মনোবৃত্তি উত্তরোত্তর বাড়ছে। তাই সিটিসহ সারাবিশ্বেই বলতে গেলে ইহুদীদের উপর হামলা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এদিকে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের প্যাট্রোল প্রধান রডনী হ্যারিসন জানান যে ইতোমধ্যে নিউ ইয়র্ক সিটিতে ৪৯টি হেইট ক্রাইমের অভিযোগ পাওয়া গেছে যা গত বছরের উল্লেখিত সময়ের চেয়ে ৩২টি বেশি। আর হেইট ক্রাইমের দু-তৃতীয়াংশই হচ্ছে অ্যান্টি-সেমিটিক।